ঢাকা
খ্রিস্টাব্দ

৭৫’র মতই রাষ্ট্রীয় অতিথি হিসাবে থাকবেন শেখ হাসিনা: ভারত সরকার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই।।
নিউজটি দেখেছেনঃ 1690127 জন
  • নিউজটি দেখেছেনঃ 1690127 জন
৭৫’র মতই রাষ্ট্রীয় অতিথি হিসাবে থাকবেন শেখ হাসিনা: ভারত সরকার
ছবি- বাংলাদেশের ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা, বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী, বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ নিয়ে ভারতীয় নীতিনির্ধারকদের মধ্যে একাধিক প্রশ্ন থাকলেও তারা খুব বেশি কিছু জানায়নি। সম্প্রতি, ভারতের সরকার ঘোষণা করেছে যে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে যেসব আলোচনা হচ্ছে, সেগুলি ভিত্তিহীন।



ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে তারা ভাবনা করছে। বর্তমানে তিনি দিল্লির একজন রাষ্ট্রীয় অতিথি হিসেবে রয়েছেন, যা তার সেখানে থাকার জন্য যথেষ্ট। তবে, পরিস্থিতি বিবেচনায় তার স্ট্যাটাস পরিবর্তন করার বিষয়টি এখনও আলোচনায় আসেনি।



বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ভারত সরকারের সাথে সম্পর্ক বেশ মধুর। ভারতীয় কূটনৈতিক মহল মনে করে, এই সঙ্কটের মুহূর্তে শেখ হাসিনার পাশে দাঁড়ানো ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এটা না করলে, দক্ষিণ এশিয়ায় অন্য কোনো নেতাও ভারতের বন্ধুত্বে ভরসা রাখতে পারবে না।



অতীতের অভিজ্ঞতা অনুযায়ী, ১৯৭৫ সালে শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেন, তখনও তিনি রাজনৈতিক আশ্রয় পাননি, বরং অতিথি হিসেবে রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে, ভারত সরকার মনে করছে, শেখ হাসিনা অতিথি হিসেবে যতদিন প্রয়োজন, ততদিন সেখানে থাকতে পারেন।



এখন দেখার বিষয়, ভারত ও শেখ হাসিনার এই সম্পর্ক ভবিষ্যতে কেমন দিকে এগোয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই।।

আপডেট :
সর্বশেষ সংবাদ