ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে খালেদা জিয়ার গাড়ীবহরে হামলা/ সাবেক মন্ত্রী মোশাররফসহ অভিযুক্ত ৪২ জন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই।।
নিউজটি দেখেছেনঃ 1710059 জন
  • নিউজটি দেখেছেনঃ 1710059 জন
মিরসরাইয়ে খালেদা জিয়ার গাড়ীবহরে হামলা/ সাবেক মন্ত্রী মোশাররফসহ অভিযুক্ত ৪২ জন
ছবি: সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ীবহরে হামলা ও ভাঙচুর করার অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (৮২) -কে প্রধান আসামী করে ৪২ জনের নাম উল্লেখ করে আরো  ৪০/৫০ অজ্ঞাত  হিসাবে মামলা করা হয়েছে।


শুক্রবার (১৮ অক্টোবর) থানায় দাখিলকৃত মামলাটি শনিবার (১৯ অক্টোবর)  চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়। বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাাদক দিদারুল আলম মিয়াজী-  বাদি হয়ে এই মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন সেকেন্ড অফিসার (এসআই) আরিফ হোসেন।


এই মামলার অন্য আসামিরা হলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র, সাবেক সংসদ সদস্য (চট্টগ্রাম -১) মাহবুব উর রহমান রুহেল (৫৫),  এনায়েত হোসেন নয়ন (৪৫),  রেজাউল করিম খোকন (৫২), উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া (৪৫), মীর আলম মাসুক (৭০), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, সোনা মিয়া চেয়ারম্যান (৫৫), ভিপি নিজাম উদ্দীন (৫২), শাখাওয়াত উল্লাহ রিপন (৫২)সহ ৪২ জনকে আসামী করা হয়েছে।


মামলার এজাহারে   উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের ২৮ অক্টোবর সকাল ১১.৩০ মিনিটে  ঢাকা থেকে কক্সবাজার রোহিঙ্গা  ক্যাম্পে  যাওয়ার পথে বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে খান সিটি, রোজিনা হোটেল, বারইয়ারহাট, জোরারগঞ্জ রাস্তার মাথা থেকে চৈতন্যের হাট এলাকা অতিক্রম করার সময় উক্ত প্রধান আসামী  সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাবেক এমপি মাহবুব রহমান রুহেলের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ১০০/১২০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র দা-চুরি-রামদা  নিয়ে হামলা ও গাড়ি ভাঙচুর করে।


অভিযোগে উল্লেখ করা হয়, এই হামলার সময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টিও করা হয়। এতে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে অভিযোগে উল্লেখ করা হয় যে, ঘটনার পরবর্তী সময় থানায় মামলা করতে গেলে স্বৈরাচার সরকারের অনুসারীদের ভয়ে পুলিশ মামলা নেয়নি। উল্টাে উপজেলা বিএনপির  নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে।


মামলার বিষয়ে বাদী দিদারুল আলম মিয়াজী- জানান, সন্ত্রাসী কায়দায় আসামীরা বেগম জিয়ার গাড়ী বহরে হামলা করেছে। এদের দ্রুত গ্রেফতার করে দুষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তিনি।


জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ভাঙচুরের অভিযোগে ৪২  জনের নাম উল্লেখ করে দিদারুল আলম মিয়াজী মামলা করেছেন। মামলা নং -১২। এ মামলায় এজাহারনামীয় আরিফুর রহমান নাঈম নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই।।

আপডেট :