সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ঘটে যাওয়া বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দলের নেতা বাবা সিদ্দিকির হত্যা নিয়ে পুলিশ জানিয়েছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে। এই ঘটনার পর সালমান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য খুনের দায় স্বীকার করে জানিয়েছে, সালমান খানের সঙ্গে সম্পর্কের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। ফলে, অভিনেতার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সালমান খান নিরাপত্তা জোরদার করার জন্য দুবাই থেকে ২ কোটি রুপি মূল্যের একটি বুলেটপ্রুফ নিসান প্যাট্রল এসইউভি কিনেছেন। এই গাড়িতে রয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ফিচার, যা বুলেট ভেদ করতে পারবে না।
চলতি বছর সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং সম্প্রতি হুমকির চিঠিও এসেছে। এসব ঘটনার পর অভিনেতা এখন আতঙ্কিত অবস্থায় রয়েছেন, তাই তাকে ব্যাপক নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।