চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জোরারগঞ্জ থানা যুবদল। সোমবার (৩০ জুন) বিকেলে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বারইয়ারহাট পৌরবাজার থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বারইয়ারহাট ট্রাফিক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম।
সমাবেশে বক্তৃতা করেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, যুবদল নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া, নুরুল আবছার, কামরান সরোয়ার্দি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, বারইয়ারহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, যুবদল নেতা মোমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গত রবিবার (২৯ জুন) রাত ৯টার দিকে বারইয়ারহাট পৌরবাজারের কাশবন রেস্টুরেন্টের সামনে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এতে ছাত্রদল নেতা শাফায়েত হোসেন শুভ, শাহীন আলম নিশাত, তানভীর হোসেন, মো. বাদশা, জাহিদুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন।
সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, "গণতান্ত্রিক আন্দোলনে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারের নির্যাতনের চিত্র ফুটিয়ে তোলে।"
উল্লেখ্য, হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।