ঢাকা
খ্রিস্টাব্দ

আনসার বাহিনীর সদস্যদের বৈষম্যের শিকার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1704313 জন
  • নিউজটি দেখেছেনঃ 1704313 জন
আনসার বাহিনীর সদস্যদের বৈষম্যের শিকার
ছবি : সংগৃহীত

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের জন্য নতুন পোশাক কেনার পর সেগুলো বেশিরভাগই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। নির্বাচন শেষে এসব পোশাক পরিবর্তনের কথা বলা হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হকের নেতৃত্বে বাহিনীর কিছু সদস্যের মধ্যে সিন্ডিকেট তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।


এছাড়া, ২০২৩ সালে অপারেশন সুরক্ষিত যাতায়াতের আওতায় দায়িত্ব পালনের জন্য সদস্যদের ৩০ দিনের ভাতা এখনও বকেয়া। সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের আশ্বাস সত্ত্বেও মাঠ পর্যায়ের কর্মকর্তারা নানা বৈষম্যের শিকার হচ্ছেন।


বাহিনীর নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্যে পদোন্নতির অভাব, নিম্নবেতন, আবাসন সুবিধার অভাব এবং হয়রানিমূলক বদলির অভিযোগ রয়েছে। বিষয়গুলো নিয়ে সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হননি।


বর্তমানে আনসার বাহিনীর সংস্কারের জন্য গঠিত কমিটিতে মাঠ পর্যায়ের কোনো প্রতিনিধিত্ব নেই, যা কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ বাড়িয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের সমস্যা সমাধানের জন্য পদোন্নতির দাবি জানিয়ে আসছেন, তবে কর্তৃপক্ষের অদৃশ্য প্রতিবন্ধকতাগুলো তাদের চাহিদা পূরণে বাধা সৃষ্টি করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :