ঢাকা
খ্রিস্টাব্দ

'ডোরেমন' এর ভয়েস আর্টিস্ট নোবুয়া ওয়াইয়ামা আর নেই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;
নিউজটি দেখেছেনঃ 1729075 জন
  • নিউজটি দেখেছেনঃ 1729075 জন
'ডোরেমন' এর ভয়েস আর্টিস্ট নোবুয়া ওয়াইয়ামা আর নেই
ছবি : সংগৃহীত

জাপানের জনপ্রিয় কার্টুন সিরিজ 'ডোরেমন' এখনো পৃথিবীজুড়ে শিশুদের কাছে অত্যন্ত প্রিয়।


গত ১১ অক্টোবর, রোবট বিড়াল ডোরেমনের ভয়েস আর্টিস্ট নোবুয়া ওয়াইয়ামা (৯০) মারা যান। তিনি ২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ধরে ডোরেমনের কণ্ঠ দিয়েছেন।


ডোরেমন ২২ শতকের একটি কাল্পনিক বিড়াল, যার 'জাদুর পকেট' থেকে সে নানান আধুনিক গ্যাজেট বের করে আনতে পারে। এর মধ্যে একটি বিশেষ দরজা রয়েছে যা পৃথিবীর যেকোনো স্থানে ভ্রমণের জন্য ব্যবহৃত হয়।


ওয়াইয়ামার ট্যালেন্ট এজেন্সি জানিয়েছে, তিনি ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যান। তার শেষকৃত্যে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


অবসর নেওয়ার পরেও অন্যান্য শিল্পীরা তার মতো করে ডোরেমনের কণ্ঠ দিতে শুরু করেছেন।


'ডোরেমন' কার্টুনে একটি আদুরে রোবট বিড়াল, নোবিতা নামের অলস স্কুলবালককে তার দৈনন্দিন জীবনের নানা বিপদ থেকে রক্ষা করে।


প্রসঙ্গত, ১৯৬৯ সালে প্রথমবারের মতো 'ডোরেমন' ম্যাঙ্গা স্ক্রিপ্ট হিসেবে জন্ম নিয়েছিল এবং পরে এটি ছোট ও বড় পর্দায় জনপ্রিয়তা পায়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট :
সর্বশেষ সংবাদ