ঢাকা
খ্রিস্টাব্দ

গাড়ি দুর্ঘটনায় সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোনের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১.২৬ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১.২৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 978556 জন

  • নিউজটি দেখেছেনঃ 978556 জন
গাড়ি দুর্ঘটনায় সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোনের মৃত্যু

গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন গ্র্যামি-মনোনীত সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন। ‘উইশ আই ডিড নট মিস ইউ’ গানের জন্য বিশ্বব্যাপী পরিচিতি তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। খবরটি জানিয়েছে পিপল ম্যাগাজিন।



স্টোনের একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন যে শনিবার (১ মার্চ) গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।  এরপর তার মেয়ে লেডি ডায়মন্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি শেয়ার করে লেখেন, ‘আমার মা চলে গেছেন।’


অ্যাঞ্জি স্টোন ১৯৬১ সালের ১৮ ডিসেম্বর কলম্বিয়ার এসসি-তে জন্মগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তার সংগীতজীবন শুরু হয়।



বন্ধু শেরিল কুক, যিনি ‘চেরিল দ্য পার্ল’ নামে পরিচিত এবং গোয়েনডোলিন চিসোলম, যিনি ‘ব্লন্ডি’ নামে পরিচিত, তাদের সঙ্গে ‘দ্য সিকোয়েন্স’ প্রতিষ্ঠা করেন।

এই সংগীতশিল্পী ১০টি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন। তার মধ্যে তিনটি গ্র্যামির জন্য মনোনীত হয়েছিল। গায়িকার বাইরে তিনি একজন অভিনেত্রীও বটে।



চলচ্চিত্র এবং টিভিতেও কাজ করেছিলেন স্টোন। তাকে ‘দ্য হট চিক’ এবং ‘দ্য ফাইটিং টেম্পটেশন’-এর মতো সিনেমায় দেখা গিয়েছিল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১.২৬ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১.২৬ পূর্বাহ্ন