ঢাকা
খ্রিস্টাব্দ

ট্রাম্পের কঠোর সিদ্ধান্তে আবেগাপ্লুত সেলেনা গোমেজ!

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন ডেস্ক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১.৫৪ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১.৫৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1087271 জন

  • নিউজটি দেখেছেনঃ 1087271 জন
ট্রাম্পের কঠোর সিদ্ধান্তে আবেগাপ্লুত সেলেনা গোমেজ!
অঝোরে কাঁদলেন সেলেনা গোমেজ (বাঁয়ে)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রেখেছেন। দেশটিতে ব্যাপক ধরপাকড়ের শিকার হচ্ছেন অবৈধ অভিবাসীরা। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জানুয়ারি) এক হাজার ১৭৯ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। ভিডিওতে অঝোরে কাঁদতে দেখা যায় সেলেনাকে। এরপর ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হলে প্রবল সমালোচনার মুখে পড়েন গায়িকা। শেষ পর্যন্ত ভিডিওটি মুছেও দেন তিনি। ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়েও ফেরত পাঠানোর দৃশ্যও দেখা গেছে। এসব ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়লেন মার্কিন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। গতকাল সেলেনা গোমেজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন। তাতে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।


ভিডিওর ক্যাপশনে গায়িকা-অভিনেত্রী লেখেন, ‘আমি দুঃখিত।’ ভাইরাল হওয়া সেই ভিডিওতে সেলেনা গোমেজকে বলতে শোনা যায়, ‘সবাইকে বলতে চাই, আমি খুবই দুঃখিত। অনেকে হামলার শিকার হচ্ছেন, শিশুরাও বাদ যাচ্ছে না। আমি বুঝতে পারছি না, কী হচ্ছে। আমি খুবই দুঃখিত। যদি আমি কিছু করতে পারতাম! কিন্তু সেটা সম্ভব নয়। আমি জানি না কী করব। তবে আমি প্রতিজ্ঞা করছি, যা সম্ভব তার সব কিছু করব।’ যদিও সমালোচনার মুখে পরে ভিডিওটি মুছে ফেলতে বাধ্য হন এই অভিনেত্রী।


সেলেনা গোমেজের পরিবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে থিতু হয়েছেন। আগের এক সাক্ষাৎকারে সেলেনা জানিয়েছিলেন, ১৯৭০ সালে তার ফুফু মেক্সিকোর সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য একটা ট্রাকের পেছনে উঠেছিলেন। তার পিছু পিছু আসেন সেলেনার দাদা-দাদিও। সেলেনার বাবার জন্ম টেক্সাসে। ১৯৯২ সালে সেখানেই জন্মগ্রহণ করেন সেলেনা। বর্তমানে গান ছেড়ে অভিনয়েই থিতু হয়েছেন সেলেনা গোমেজ। তার সর্বশেষ অভিনীত ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি অনেক দেশে পুরস্কার পাচ্ছে। পুরস্কৃত হয়েছেন সেলেনাও। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে এ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। এবার ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরের বড় চমক তার সিনেমাটি। সেরা চলচ্চিত্র থেকে শুরু করে সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, আন্তর্জাতিক কাহিনিচিত্র, আবহ সংগীত, গানসহ মোট ১৩টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে এটি। বলতে গেলে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন সেলেনা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন ডেস্ক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১.৫৪ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১.৫৪ পূর্বাহ্ন