দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে সারাদেশে ৩১৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার খাতিরে বিজিবি সদস্যরা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে পারে, এজন্য পূজামণ্ডপের নিকটবর্তী ৮৮টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সেখানে ৮৯ প্লাটুন বিজিবি উপস্থিত রয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে অতিরিক্ত ২ প্লাটুন সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
ঢাকায়, পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ঢাকা সেক্টরের অধীনে ৪ প্লাটুন সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।