ঢাকা
খ্রিস্টাব্দ

ইউক্রেনের প্রথমবারের মতো জীবিত আটকের দাবি দুই উ. কোরীয় সেনাকে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ৯.৫৬ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ৯.৫৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1120373 জন

  • নিউজটি দেখেছেনঃ 1120373 জন
ইউক্রেনের  প্রথমবারের মতো জীবিত আটকের দাবি  দুই উ. কোরীয় সেনাকে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার কুরস্ক অঞ্চলে দুই উত্তর কোরীয় সেনাকে আটক করার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শরৎকালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ক্রেমলিনের হয়ে মাঠের নামার পর শনিবার (১১ জানুয়ারি) প্রথমবারের মতো কোনও উত্তর কোরীয় সেনাকে জীবিত হেফাজতে নেওয়ার তথ্য দিলো ইউক্রেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ প্রকাশিত এক পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, আটক সেনাদের কিয়েভে স্থানান্তর করা হয়েছে। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ তাদের জিজ্ঞাসাবাদের দায়িত্ব নিয়েছে।



ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের মতে, গত অক্টোবরে উত্তর কোরীয় সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। প্রাথমিকভাবে তাদের সংখ্যা ১০ হাজার ছিল বলে ধারণা করা হয়। এছাড়া পিয়ংইয়ং মস্কোকে বিপুল পরিমাণ গোলাবারুদ সরবরাহ করছে বলেও দাবি করে আসছে তারা।


আটক সেনাদের সঙ্গে কথা বলার জন্য সাংবাদিকদের সুযোগ দেওয়া হবে জানিয়ে জেলেনস্কি বলেছেন, যুদ্ধবন্দিদের জন্য নির্ধারিত আইন মোতাবেক স্বাস্থ্য সুবিধা পাচ্ছেন ওই দুই ব্যক্তি।


কুরস্কে উত্তর কোরীয় সেনার উপস্থিতির কথা স্বীকার না করলেও কখনও অস্বীকারও করেনি ক্রেমলিন। এছাড়া জেলেনস্কির সর্বশেষ দাবি নিয়েও তাদের দিক থেকে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। 

এর আগেও উত্তর কোরীয় সেনাদের যুদ্ধের ময়দান থেকে আটক করার কথা জানিয়েছে ইউক্রেন। তবে মারাত্মক আহত সেনারা আটকের কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করে।



আটককৃতরা ইংরেজি, রুশ বা ইউক্রেনীয় ভাষা না জানায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য কিয়েভে নেওয়া হয়েছে বলে দাবি করেছে এসবিইউ। সেখানে দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা এনআইএস সদস্যরা তাদেরকে কোরীয় ভাষায় জিজ্ঞাসাবাদ পর্ব সম্পন্ন করবেন।


এসবিইউ আরও জানিয়েছে, আটক এক সেনার কাছে অন্য ব্যক্তির নামে রেজিস্টার করা রুশ সামরিক পরিচয়পত্র ছিল। আরেক সেনার কাছে কোনও পরিচয় পত্রই ছিল না। যুদ্ধের পরিকল্পনা বা পরিচালনায় জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ৯.৫৬ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ৯.৫৬ পূর্বাহ্ন