পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, দুর্গাপূজার পর ছিনতাই, মাদক ব্যবসা এবং চাঁদাবাজি প্রতিরোধে সাঁড়াশি অভিযান শুরু হবে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, আগামীকাল রোববার বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে এবং এ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সারাদেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে প্রায় সোয়া দুই লাখ আনসার সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ বাহিনীর ৭৫ হাজার সদস্য ও সশস্ত্র বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা রয়েছে।
ময়নুল ইসলাম বলেন, ১ অক্টোবর থেকে এখন পর্যন্ত সারাদেশে ৪৩টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৪টি মামলা ও ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, অপরাধীরা রাজনৈতিক পরিচয়ে রেহাই পাবেন না এবং সব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ উপস্থিত ছিলেন।