ভারতের বিরুদ্ধে একেবারেই ছন্দে ফিরতে পারছে না বাংলাদেশ। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা টাইগার বোলাররা এবার স্যামসন ও সূর্যকুমারের সামনে কার্যত অসহায়। তৃতীয় ম্যাচে রিশাদ হোসেন এক ওভারে হজম করেন পাঁচটি ছক্কা, যা দিয়ে সাঞ্জু স্যামসন ৪১ বলে নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন।
শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ভারত আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে ভারতের শুরুটা ভালো ছিল না; ৪ বলে ৪ রান করে তানজিম সাকিবের প্রথম শিকারে পরিণত হন অভিষেক শর্মা। এরপর ওপেনার স্যামসন সূর্যকুমারের সঙ্গে যোগ দিয়ে রান তোলার কাজ শুরু করেন। মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার।
রিশাদ হোসেনের ১০তম ওভারে পরপর পাঁচটি ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান স্যামসন। শেষমেশ ৪৭ বলে ১১১ রান করে মাহমুদউল্লাহর বলে ক্যাচ আউট হন এই ভারতীয় ওপেনার।
বাংলাদেশের জন্য এটা ছিল একটি দুঃখজনক দিন, যেখানে তারা ভারতের বিপক্ষে আরও একটি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হলো।