রোগীদের বিদেশমুখীতা কমাতে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। শনিবার চট্টগ্রামে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী-নার্সসহ অংশীজনদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্যখাত সংস্কার কমিশন সদস্যরা। এ সময় দেশের স্বাস্থ্যখাত সংস্কারের মাধ্যমে রোগীবান্ধব হাসপাতাল গড়ে তোলা, রোগীদের বিদেশমুখীতা কমানো এবং বেসরকারি হাসপাতালে পরীক্ষার খরচ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার ব্যাপারে কাজ করবে বলেও জানানো হয়।
এর আগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বীর উত্তম শাহ আলম অডিটোরিয়ামে বিভিন্ন অংশীজনের সঙ্গে একটি মতবিনিময় সভা সংস্কার কমিশনের সদস্যরা। এতে চট্টগ্রামের চিকিৎসা সেবার মানোন্নয়ন সহ বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট অংশীজনরা।
স্বাস্থ্যখাত সংস্কার কমিশন সদস্য ডা. আজহারুল ইসলাম খান বলেন, রোগীদের বিদেশমুখীতা কমাতে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে জনগণের কাছ থেকে পরীক্ষা ও ওষুধের খরচ যাতে বেশি রাখতে না পারে সেটি নিয়ে কাজ করছে কমিশন।