ঢাকা
খ্রিস্টাব্দ

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চয়তা দিলেন সেনাপ্রধান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1708190 জন
  • নিউজটি দেখেছেনঃ 1708190 জন
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চয়তা দিলেন সেনাপ্রধান
ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওকার-উজ-জামান।


শুক্রবার (১১ অক্টোবর) রমনা কালীমন্দির পরিদর্শনের সময় তিনি বলেন, "হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। সকলেই নিরাপদে উৎসব উদযাপন করতে পারবেন। আমাদের মধ্যে যে সহমর্মিতা আছে, তা অক্ষুণ্ন থাকবে।"


সেনাপ্রধান আরও উল্লেখ করেন, "শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বীরা একসঙ্গে বাস করছে, এবং একে অপরের প্রতি যে সহমর্মিতা রয়েছে, তা অতীতের মতো ভবিষ্যতেও থাকবে।"


হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তিনি শারদীয় শুভেচ্ছা জানান এবং বলেন, "সারাদেশে যারা এই উৎসব পালন করছেন, তাদের সকলের জন্য আমার শুভেচ্ছা।"


এদিকে, দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি তত্ত্বাবধানের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত খোলা থাকবে এই নিয়ন্ত্রণকক্ষ।


প্রয়োজনে, পূজা উদযাপনকালে কোনো সমস্যা হলে মন্ত্রণালয়ের নির্দিষ্ট মোবাইল নম্বরে (০১৭৬৬৮৪৩৮০৯) অথবা বাংলাদেশ সচিবালয়ের ১৪২৪ নম্বর কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে।


দুর্গাপূজার এই উৎসব বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠী দিয়ে শুরু হয়ে রোববার (১৩ অক্টোবর) বিসর্জনের মাধ্যমে শেষ হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ