ঢাকা
খ্রিস্টাব্দ

সংখ্যালঘুদের ক্ষতিপূরণ এবং বিচারের আশ্বাস

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1708873 জন

  • নিউজটি দেখেছেনঃ 1708873 জন
সংখ্যালঘুদের ক্ষতিপূরণ এবং বিচারের আশ্বাস
ছবি : সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, সংখ্যালঘুদের উপর ঘটে যাওয়া অত্যাচারের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে।


তিনি বলেছেন, "৫ আগস্টের পর বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটলেও সেগুলো আন্তর্জাতিক মিডিয়ায় বাড়িয়ে বলা হচ্ছে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের শাস্তির আওতায় আনা হবে।"


আজ ঢাকায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম দাবি করেছেন যে, দেশের আন্দোলন এবং বর্তমান সরকার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে এবং সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান।


ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ বলেন, তারা বাংলাদেশের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে আগ্রহী। এ বিষয়ে নাহিদ ইসলাম বলেছেন, গবেষণা কার্যক্রম চলমান রাখতে তথ্য প্রযুক্তি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করবে।


তিনি আরো জানান, আন্দোলনের সময়ে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং তাদের ক্ষতিপূরণ দেয়া হবে। কিছু সাংবাদিক ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তবে আইনি সহায়তা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে।


যোগাযোগ বিভাগের কর্মকর্তারা মিডিয়া সংস্কার, নারী সাংবাদিকের সুরক্ষা এবং সাইবার সিকিউরিটি বিষয়ে ইউনেস্কোর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।


বৈঠকে ইউনেস্কোর নীতি বিশ্লেষক আফজাল হোসেন সরোয়ারসহ আরো বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন