ঢাকা
খ্রিস্টাব্দ

২৩ দিনের জন্য তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1726377 জন

  • নিউজটি দেখেছেনঃ 1726377 জন
২৩ দিনের জন্য তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা
ছবি : সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় ২৪ দিনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। আগামী ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের এই তিন জেলায় ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, "অনিবার্য কারণবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"


এই নিষেধাজ্ঞার ফলে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বান্দরবানে আবাসিক হোটেল ও রিসোর্টে বুকিং করা পর্যটকদের হতাশার সম্মুখীন হতে হচ্ছে। জেলা আবাসিক হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন জানান, "শারদীয় উৎসবকে কেন্দ্র করে অনেক পর্যটক আগে থেকেই বুকিং করেছেন। কিন্তু এই নিষেধাজ্ঞায় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।"


সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও পর্যটন শিল্পের উন্নয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন