ঢাকা
খ্রিস্টাব্দ

নতুন ব্যাংক নোট ডিজাইনে বঙ্গবন্ধুর ছবি বাদ পড়তে পারে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1715363 জন

  • নিউজটি দেখেছেনঃ 1715363 জন
নতুন ব্যাংক নোট ডিজাইনে বঙ্গবন্ধুর ছবি বাদ পড়তে পারে
ছবি : সংগৃহীত

অর্ন্তবর্তী সরকার ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে। অর্থ মন্ত্রণালয় সম্প্রতি দেশে প্রচলিত সব ব্যাংক নোটের নতুন ডিজাইন প্রস্তাব করেছে। এর ফলে ধারণা করা হচ্ছে, নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখা না-ও হতে পারে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, প্রথমে এই চারটি নোট থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা পরবর্তীতে অন্যান্য নোট থেকেও সরানোর সম্ভাবনা রয়েছে।


নতুন নোট বাজারে আসতে দেড় বছর লাগতে পারে। গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের ডিজাইন প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে। এতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, যদি সরকার বঙ্গবন্ধুর ছবি রাখতে চায়, তবে নতুন ডিজাইন তৈরি করার প্রয়োজন হতো না। ১৯৭২ সালে প্রথমবারের মতো বাজারে ১, ৫, ১০ ও ১০০ টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি ছিল। পরে বিভিন্ন সরকার নতুন নোট চালু করলেও ১৯৯৬ সালে আওয়ামী লীগ পুনরায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত নোট প্রচলন করে।


শেখ হাসিনা দেশের বাইরে যাওয়ার দুই দিন আগে ৫০০ ও ১০০০ টাকার নোটে বঙ্গবন্ধুর ছবির প্রিন্টিং আরও স্পষ্ট করার জন্য নতুন ডিজাইন তৈরির নির্দেশনা দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন