ঢাকা
খ্রিস্টাব্দ

গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে গুতেরেসের আহ্বান: জিম্মি মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার তাগিদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1722238 জন

  • নিউজটি দেখেছেনঃ 1722238 জন
গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে গুতেরেসের আহ্বান: জিম্মি মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার তাগিদ
ছবি : সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। ৭ অক্টোবর হামলার এক বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করা জরুরি, যাতে উভয় পক্ষ শান্তিতে এবং মর্যাদা নিয়ে সহাবস্থান করতে পারে।


গুতেরেস বলেন, ৭ অক্টোবরের হামলায় ১,২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যার মধ্যে শিশু ও নারী রয়েছে। তিনি হামাসের নৃশংস কার্যকলাপের নিন্দা করেন এবং বলেন, আন্তর্জাতিক রেড ক্রসকে জিম্মিদের পরিদর্শনের অনুমতি দেওয়া উচিত। মহাসচিবের মতে, এই পরিস্থিতির অবসান এবং বন্দুক স্তব্ধ করার সময় এসেছে।


তিনি সকল জিম্মির মুক্তি এবং অঞ্চলের মানবিক সংকট সমাধানের ওপর জোর দেন, পাশাপাশি ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার আহ্বান জানান। গুতেরেস অবশেষে বলেন, "রক্তপাত ও বিভাজনের মধ্যেও আমাদের আশা ধরে রাখতে হবে।"


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ