ঢাকা
খ্রিস্টাব্দ

ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ৫.১৫ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ৫.১৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 992514 জন

  • নিউজটি দেখেছেনঃ 992514 জন
ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

২০২৫ সালের মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও একাধিকবার তার নাম প্রস্তাব করা হয়।



নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট প্রকাশ করেছে, এই বছর মোট ৩৩৮টি মনোনয়ন পাওয়া গেছে। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংস্থা রয়েছে।



পোপ ফ্রান্সিসের মতো উল্লেখযোগ্য ব্যক্তিদের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মনোনীতদের পরিচয় ৫০ বছর ধরে গোপন থাকলেও কিছু নাম মাঝে মাঝে নানাভাবে সামনে আসে।


মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন, তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ট্রাম্পের অবদানের কথা উল্লেখ করে এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন। যদিও আনুষ্ঠানিক সময়সীমার পরে তার মনোনয়নতি জমা দেওয়া হয়েছিল। এর আগে ইউক্রেনীয় সংসদ সদস্য ওলেকজান্ডার মেরেঝকো ট্রাম্পকে মনোনীত করেছিলেন।



অপরদিকে, নরওয়ের আইনপ্রণেতারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ন্যাটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গ, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পোপ ফ্রান্সিসকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন। পোপ ফ্রান্সিস শান্তির পক্ষে, বিশেষ করে ইউক্রেন এবং গাজার মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চল নিয়ে বেশ স্পষ্টবাদী।


প্রসঙ্গত, নরওয়েজিয়ান নোবেল কমিটি আগামী অক্টোবরে বিজয়ীদের নাম ঘোষণা করবে। গত বছর জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দল নিহন হিডানকিওকে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ৫.১৫ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ৫.১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ