ঢাকা
খ্রিস্টাব্দ

লাহোরে শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভ: সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 1692339 জন
  • নিউজটি দেখেছেনঃ 1692339 জন
লাহোরে শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভ: সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তটি এক কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীর ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে গৃহীত হয়।


সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে, যার ফলে কর্তৃপক্ষ শুক্রবার থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই বন্ধের ফলে প্রাদেশিক অঞ্চলে ২৬ মিলিয়ন শিশুর শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে।


পুলিশ এবং সরকারি কর্মকর্তারা দাবি করেছেন যে, এ ঘটনায় কোনও ভুক্তভোগী অভিযোগ করেনি এবং তারা সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর জন্য দায়ী করছেন। তবে শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে, কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে।


বিক্ষোভের আগুন লাহোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাজধানী ইসলামাবাদের পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতেও ছড়িয়ে পড়েছে। পাঞ্জাবের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয় এই ঘটনাকে এড়িয়ে গিয়ে তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট :
সর্বশেষ সংবাদ