ঢাকা
খ্রিস্টাব্দ

আনসার বিদ্রোহ: স্থগিত ৮ হাজার সদস্য, আইনি পদক্ষেপ চলছে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1725742 জন

  • নিউজটি দেখেছেনঃ 1725742 জন
আনসার বিদ্রোহ: স্থগিত ৮ হাজার সদস্য, আইনি পদক্ষেপ চলছে
আনসারদের বিক্ষোভ। ছবি : লাল সবুজ বাংলাদেশ

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আনসার সদস্যদের বিদ্রোহের ঘটনায় প্রায় সাড়ে ৮ হাজার সদস্যকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই তথ্য জানান।


বিদ্রোহের পর আনসারের কিছু সদস্য সচিবালয়ের সামনে প্রতিবাদ জানালে ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। দুর্গাপূজাকে সামনে রেখে স্থগিত সদস্যদের মোতায়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলে মহাপরিচালক বলেন, গত আগস্টে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক কাজ শেষ হয়েছে। প্রায় ১৩ হাজার ৮০ জন আনসার সদস্যকে সাময়িক স্থগিত রাখা হয়েছিল। পরে যাচাই-বাছাই করে ৪ হাজার ৬৬৯ জনকে সাধারণ ক্ষমার আওতায় পুনরায় কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।


বর্তমানে ৮ হাজার ৬১১ আনসার সদস্যকে স্থগিত রাখা হয়েছে এবং ৪৪৭ জন সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এ পর্যন্ত ১১টি মামলা দায়ের করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


মহাপরিচালক জানান, আন্দোলনকারী সদস্যরা এখন বুঝতে পেরেছেন যে তাদের কার্যকলাপ ছিল ভুল। তাদের দাবি মেনে নিয়ে আনসারের রেস্ট প্রথা বাতিল করা হয়েছে এবং বেতন বৃদ্ধি নিয়ে কাজ চলছে। এছাড়া, আনসার সদস্যদের জন্য পেনশন সুবিধার প্রস্তাবও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন