ঢাকা
খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে রডমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ২.০৫ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ২.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1060054 জন

  • নিউজটি দেখেছেনঃ 1060054 জন
টাঙ্গাইলে রডমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইল সদরে ফুলচান (২০) কে গলাকেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পেশায় রডমিস্ত্রি ছিলেন।


গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৮ টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বসাকপাড়া রোড ছোট বিন্নাফৈর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফুলচান সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বসাকপাড়া রোড ছোট বিন্নাফৈর এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে।


দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, রাত ৮টার দিকে তার বাড়ির পাশে লোকজন রাস্তার উপর ফুলচানের গলাকাটা মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে রাত সাড়ে ৭টা থেকে ৮ টার মধ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের চিহিৃত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ২.০৫ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ২.০৫ অপরাহ্ন