ঢাকা
খ্রিস্টাব্দ

সবাইকে মিলে শহর সুন্দর করে তুলতে হবে

-----চসিক মেয়র
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১১.১২ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১১.১২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1074798 জন

  • নিউজটি দেখেছেনঃ 1074798 জন
সবাইকে মিলে শহর সুন্দর করে  তুলতে হবে
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)  মেয়র ডা. শাহাদাত হোসেন পে পার্কিয়ের আদলে হকারদের জন্য হলিডে মার্কেট চালুর কথা ভাবছেন।বুধবার আগ্রাবাদ সিলভার স্পুন রেস্তোরার সামনে পে-পার্কিংয়ের প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান। 


চসিক মেয়র বলেন, এখানে শুধুমাত্র স্মার্ট পে পার্কিং নয়, আমরা চিন্তা করছি যেহেতু হকাররা বিভিন্ন জায়গায় বসে যাচ্ছে তাই ভবিষ্যতে তারা স্মার্ট পে’র মাধ্যমে সুনিদির্ষ্ট একটা সময়ে  যে সময়ে পার্কিং হয় না সে সময়ে ওই পার্কিং স্পটে বসতে পারবে।


আগ্রাবাদকে মডেল এলাকা চিহ্নিত করা হয়েছে জানিয়ে ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আগ্রাবাদে পরীক্ষামূলকভাবে পে পার্কিংয়ে যাত্রা শুরু হয়েছে। যদি তারা স্মার্টলি এটা করতে পারে এবং যানজট নিরসন করতে পারে তাহলে এই পাইলট প্রজক্টের আওতায় চট্টগ্রামের অন্যান্য জায়গার যানজট নিরসনের জন্য তাদের দায়িত্ব দিবো। 


মেয়র আরও বলেন, আমাদের সবাইকে মিলে এই শহর সুন্দর করে তুলতে হবে। এটা শুধু আমার একার দায়িত্ব না। সুন্দর করার দায়-দায়িত্ব আমাদের সবার। নগর সেবক হিসেবে আমি আপনাদের গাইড করতে পারি। কিন্তু আপনাদের মধ্যে যদি ওই সচেতনতা বৃদ্ধি না পায় তবে নগরটা সুন্দর রাখা কঠিন হবে। এর আগে, যানজট কমাতে গত বছরের ৩০ জুন নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ‘ইয়েস পার্কিং’নামে পরীক্ষামূলক মোবাইল অ্যাপভিত্তিক ডিজিটাল পে পার্কিং সেবা চালু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। যেখানে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অর্থের বিনিময়ে গাড়ি রাখতে পারেন নগরবাসী। 


এদিকে, পে পার্কিংয়ের কার্যক্রমটি পরিচালনা করছে বি–ট্র্যাক সলিউশনস লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ বিষয়ে বি-ট্র্যাক সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম তানভীর সিদ্দিকী বলেন, ইয়েস পার্কিং অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবে। এই অ্যাপের মাধ্যমে পাকিং স্পেস খুঁজে বের করে পার্কিং করতে পারবে। ইয়েস পার্কিং অ্যাপের মাধ্যমে অনলাইনে এবং নগদে, এই দুইভাবে পার্কিং এর ফি পরিশোধ করা যাবে। পার্ক করতে অসুবিধা হলে আমাদেরে ইয়েস পার্কি এজেন্ট গাড়ি চালকদের সহযোগিতা করবেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১১.১২ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১১.১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ