ঢাকা
খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে অপরাধের উর্ধ্বগতি, জনমনে উদ্বেগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | সাদুল্লাপুর সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
গাইবান্ধা
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1083242 জন

  • নিউজটি দেখেছেনঃ 1083242 জন
সাদুল্লাপুরে অপরাধের উর্ধ্বগতি,  জনমনে উদ্বেগ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত নানা ধরণের অপকর্ম সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।



সাদুল্লাপুরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। শহরের কামরুল এবং রাজ্জাকের দোকানে চুরি, হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরি, গয়েশপুর থেকে ট্রান্সফরমার চুরি, এবং মাদারহাট সড়কে ছিনতাইয়ের মতো ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এছাড়া, অটোরিকশা এবং গরু চুরির মতো অপরাধে ভুক্তভোগীদের ক্ষোভ বাড়ছে।



স্থানীয় বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন জানিয়েছেন, ব্যবসায়ীরা থানায় একাধিক অভিযোগ করলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। অপরাধ দমনে গ্রামপুলিশ রাতে পাহারায় নিয়োজিত হলেও অপরাধের মাত্রা কমছে না।



সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানিয়েছেন, বিচ্ছিন্ন অপরাধ দমনে পুলিশ কাজ করছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে সচেতন মহলের মতে, বর্তমানে দিনের বেলাতেও অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


সাদুল্লাপুরে অপরাধের ঊর্ধ্বগতি রোধে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা এবং জনগণের সচেতনতার মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। নিরাপত্তাহীনতার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | সাদুল্লাপুর সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
গাইবান্ধা
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ