ঢাকা
খ্রিস্টাব্দ

ওএসডি করা হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিমকে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ১০.০৫ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ১০.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1086670 জন

  • নিউজটি দেখেছেনঃ 1086670 জন
ওএসডি করা হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিমকে
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম এর প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। ২১/০১/২০২৫ ইং তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো: মাহবুব আলম কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। 


প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা রেজাউল করিম কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলো।


প্রসঙ্গত, ১৪/০৫/২০২৪ ইং তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক রেজাউল করিম কে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করা হয়। 


অধ্যাপক রেজাউল করিম ১৫তম বিসিএসে যোগ দিয়ে ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে সিলেটের এমসি কলেজে শিক্ষকতা শুরু করেন। এরপর ১৯৯৯ সালে প্রভাষক হিসেবে চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করেন। ২০০২ সালে হাতিয়া সরকারি কলেজ, একই বছরে সহকারী অধ্যাপক পদে স্যার আশুতোষ সরকারি কলেজ, ২০০৫ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরে সহকারী অধ্যাপক পদে পদায়ন করা হয়। পরবর্তী সময়ে ২০০৭ সালে পটিয়া সরকারি কলেজ, ২০১০ সালে চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, ২০১৩ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরে সহযোগী অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়। ২০১৬ সালে কক্সবাজার সরকারি কলেজ এবং একই বছর চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করেন। পরে চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান হন। ২০২৩ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ১০.০৫ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ১০.০৫ অপরাহ্ন