ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা, | শিবচর প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ১১.৫৭ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ১১.৫৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1119479 জন

  • নিউজটি দেখেছেনঃ 1119479 জন
শিবচরে জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলার শিবচর পৌর শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।  


শনিবার(১১'ই জানুয়ারি) বাদ মাগরিব পৌরসভার ৮ নং ওয়ার্ড আশরাফ কমিশনার 'এর' মসজিদে এই দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।


দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলার সাংগঠনিক সেক্রেটারী জনাব অধ্যাপক আবুল হোসেন সিং। তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না, এখনো নেই। জামায়াতে ইসলামী সর্বদাই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন করেছে। কিন্ত শেখ হাসিনার সরকার গত ১৫ বছর আমাদের দলের নেতা-কর্মীদের ওপর যে অন্যায়-অত্যাচার ও দমন-পীড়ন করেছে, সেটা আর কোন দলের ওপর করা হয়নি। জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদেরও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে'।


বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর পৌর শাখার আমীর জনাব বেলায়েত হোসেন বলেন, 'ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা 'লক্ষণ সেনের' মতো দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্ত জামায়াতে ইসলামের নেতারা কখনো দেশ ত্যাগ করেনি। আমরা সুখী সমৃদ্ধ দেশ গড়তে চাই। বৈষম্যহীন সমাজ গড়তে চায় জামায়াতে ইসলামী। তবে ইসলামের অনুশাসন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব না।


বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভা ৮ নং ওয়ার্ড সভাপতি ইলিয়াস গোমস্তা বলেন, আমরা হিংসার রাজনীতি করি না আমার চাই জাতি ঐক্যবদ্ধ থাকুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আশা-আকাঙ্খা নিয়ে স্বৈরচারের পতন ঘটিয়েছে। আমরা সেই আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাবে।


দাওয়াতি সভায় আরো উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য অধ্যাপক আ: আজিজ, পৌরসভা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. নুরুল ইসলাম, প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা, | শিবচর প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ১১.৫৭ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ১১.৫৭ অপরাহ্ন