ঢাকা
খ্রিস্টাব্দ

শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু

এনটিআরসিএ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1746527 জন

  • নিউজটি দেখেছেনঃ 1746527 জন
শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু
ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কার্যক্রমের অংশ হিসেবে স্কুল-কলেজের ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।


এতে আজ রবিবার (২২ সেপ্টেম্বর) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনে ই-রেজিস্ট্রেশন করতে পারছেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।



প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।


 

রবিবার এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহাম্মদ নুরে জীলম সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহে জন্য এনটিআরসিএ কর্তৃক ই- রেজিস্ট্রেশন কার্যক্রম ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে ‘ই-রেজিস্ট্রেশন’ নামক সেবাবক্সে ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেন্যুতে দেওয়া আছে।



নির্দেশিকা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। ই-রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শূন্যপদের তথ্য এনটিআরসিএতে পাঠানোর সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন