চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাহাড়তলী নয় নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাহরিয়ার রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত বারটার দিকে কুটুমবাড়ি রেস্তোরাঁ হতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহেদ, এসআই খোকনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়েছে। গ্রেপ্তারকৃত রিফাত পাহাড়তলী আমানত উল্লাহ সড়কের নুরুন নবীর বাড়ির মৃত হাবিব আহমদের পুত্র।
এবিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, গ্রেপ্তারকৃত রিফাতকে বিস্ফোরক আইনে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।