ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিদেশি মদসহ দুই কারবারি গ্রেপ্তার, কার ও বাইক জব্দ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ১০.৪৩ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ১০.৪৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1131204 জন

  • নিউজটি দেখেছেনঃ 1131204 জন
চট্টগ্রামে বিদেশি মদসহ দুই কারবারি গ্রেপ্তার, কার ও বাইক জব্দ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকা থেকে ৪৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর বায়েজিদ আরেফিন নগর কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব।


গ্রেফতাররা হলেন- বরিশাল মেহেন্দীগঞ্জ এলাকার মৃত জাকির হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) এবং টাঙ্গাইল কালিহাতি এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ সুমন (৩২)।


র‌্যাব জানায়, দিবাগত রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বায়েজিদ আরফিন নগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের ৪৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে একটি প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


র‌্যাব আরো জানায়, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভিন্ন এলাকায় মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ১০.৪৩ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ১০.৪৩ অপরাহ্ন