ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার, প্রতিবাদে স্বজনদের মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০.১৭ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০.১৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 866930 জন

  • নিউজটি দেখেছেনঃ 866930 জন
শিবচরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার, প্রতিবাদে স্বজনদের মানববন্ধন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

শিবচরে ৫ বছরের এক শিশুকে বিকৃত যৌনাচারের অভিযোগে তোতা শেখ (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে তার গ্রেপ্তারের প্রতিবাদে নিজ এলাকার স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেছে। রবিবার বিকেলে সন্যাসীরচর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় তার পক্ষে এ মানববন্ধন করা হয়।


জানা গেছে, গত ১৭ এপ্রিল বিকেলে এক শিশুকে বিকৃত যৌনাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় তোতা শেখকে গ্রেফতার করে শিবচর থানা পুলিশ। এদিকে এই মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে রবিবার বিকেলে মানববন্ধন করে অভিযুক্ত তোতা শেখের স্বজন ও এলাকাবাসী। 


মানববন্ধনে বক্তারা বলেন,'নুর মোহাম্মদ তোতা শেখের বিরুদ্ধে মিথ্যা মামলার অপসারণ চাই আমরা। তার নামে মিথ্যা ও ভিত্তিহীন হয়রানিমূলক ইভটিজিং মামলা করা হয়েছে। আমরা এ নিন্দা জানাই। অবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি। অবিলম্বে তার মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনে যাবো আমরা।


উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বুধবার বিকেলে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়ির ২য় তলায় শয়ন কক্ষে নিয়ে যায় শিশুটিকে। পরে যৌন হয়রানি করে। এই অভিযোগে মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেফতার করে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০.১৭ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০.১৭ অপরাহ্ন