ঢাকা
খ্রিস্টাব্দ

অপেক্ষায় হাসনাত, সারজিস-সাদিক কায়েমের ফেসবুক সচল,

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১.৫৯ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১.৫৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1161249 জন

  • নিউজটি দেখেছেনঃ 1161249 জন
অপেক্ষায় হাসনাত, সারজিস-সাদিক কায়েমের ফেসবুক সচল,
সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা বিশ্ববিদ্যাল শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমের। তবে এখনও খুঁজে পাওয়া যায়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড অ্যাকাউন্ট।


বুধবার বিকেল থেকে আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না।


আজ শুক্রবার সরজিস আলম ও সাদিক কায়েমের আইডি খুঁজে পাওয়া যাচ্ছে। ফেসবুকে ফিরে একটি পোস্ট দিয়েছেন সাদিক কায়েম। তিনি বুধবার রাতে লিখেছেন, 'আমি জানি না পথ ও পথের দূরত্ব, জানি না বরফ ঢাকা নদীর ঘনত্ব, শুধু জানি এই গন্তব্যের বাড়ি,  হোক না যতই দূরে, দিতে হবে পাড়ি...'।

এর আগে গতকাল বৃহস্পতিবার সচল হয় অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আইডি।


কবে এখনও ফেসবুকে খোঁজ মেলেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজনের।


এ তালিকায় আরো আছেন বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরো কয়েকজন।

জানা যায়, হ্যাকার গ্রুপ কর্তৃক আইডি ডিজেবলের শঙ্কা থেকে সতর্কতাস্বরূপ তারা আইডিগুলো ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। এরই মধ্যে Crack Platoon-Bangladesh Cyberforce নামে একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে।’ পেজে বলা হয়, স্বাধীনতাবিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সাইদ আব্দুল্লাহর পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১.৫৯ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১.৫৯ অপরাহ্ন