ঢাকা
খ্রিস্টাব্দ

৪৩তম বিসিএসে বাদপড়া প্রার্থীদের সচিবালয়ের সামনে অবস্থান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১০.৪৪ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১০.৪৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1193241 জন

  • নিউজটি দেখেছেনঃ 1193241 জন
৪৩তম বিসিএসে বাদপড়া প্রার্থীদের সচিবালয়ের সামনে অবস্থান
সচিবালয়ের সামনে ৪৩তম বিসিএসে বাদ পড়া চাকরিপ্রার্থীরা। ছবি : ফোকাস বাংলা

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, প্রজ্ঞাপনে আবারও অন্তর্ভুক্তির। বুধবার (১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের সামনে জড়ো হন ৪৩তম বিসিএসের গেজেট থেকে দুই দফায় বাদ পড়ারা। এরপর সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা।


৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সরকারি চাকরিতে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য প্রথম দফায় যাদের গেজেটভুক্ত করা হয়েছিল, তাদের মধ্যে ১৬৮ জনের নাম বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হয় গত সোমবার। এই ১৬৮ জনের মধ্যে অন্তত ৭১ জন সংখ্যালঘু সম্প্রদায়ের, মানে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী বলে অভিযোগ উঠেছে।


প্রথম দফায় গত ১৫ অক্টোবর গেজেটভুক্ত ৯৯ জনকে বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন যাদের বাদ দেওয়া হয়েছিল তার মধ্যে ৪৫ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেননি। আর বাকি ৫৪ জন সরকারের ইচ্ছাতেই বাদ পড়েছিল। আর প্রথম গেজেট থেকে কাটছাঁট করে আরো ১৬৮ জনকে বাদ দিয়ে ৩০ ডিসেম্বর দ্বিতীয় গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন গেজেট প্রকাশের পর এখন এ বিসিএসে সব মিলে মোট ২২২ জন উত্তীর্ণ হয়েও বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগদান করতে পারছেন না। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১০.৪৪ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১০.৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ