ঢাকা
খ্রিস্টাব্দ

আত্রাইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃনাসির উদ্দিন চঞ্চল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
বুধবার, ১৮ জুন ২০২৫, ১১.৫৪ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৮ জুন ২০২৫, ১১.৫৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 515076 জন

  • নিউজটি দেখেছেনঃ 515076 জন
আত্রাইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে সেভেন স্টার নামের একটি বেসরকারি  হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে । 


এঘটনার সুষ্ঠু বিচার পেতে মঙ্গলবার (১৭ জুন) শিশুর বাবা মুন্না আহম্মেদ বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুন্না আহম্মেদ নাটোরের সিংড়া উপজেলার পাড়েরা গ্রামের মোস্তফা আলীর ছেলে।


মুন্না আহম্মেদ জানান, তিনি আত্রাই উপজেলার বড়সাওতা গ্রামের আব্দুল মমেন সরদারের মেয়ে মুন্নি খাতুন তার স্ত্রী মুন্নি খাতুনকে গর্ভবতী অবস্থায় চিকিৎসার জন্য গত ১৩জুন আত্রাই উপজেলা সদরের বেসরকারি হাসপাতাল সেভেন স্টার এ নিয়ে যান। সেখানে আমাকে বুঝতে না দিয়ে চিকিৎসায় অবহেলা করে সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভেরি করান হাসপাতালের পরিচালক ও চিকিৎসকরা। ডেলিভারির কিছু পরেই বাচ্চা এবং বাচ্চার মা অসুস্থ্য হয়ে পরলে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলে। এক্ষেত্রে বাচ্চাকে অক্সিজেন এবং এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানালে হাসপাতাল থেকে অনিহা প্রকাশ করে সহযোগিতা করেনি। এর পর নিজেই এ্যাম্বুলেন্স ভাড়া করে বাচ্চাকে নিয়ে রাজশাহী হাসপাতালে যাবার পথে মারা যায়। তিনি আরও বলেন,


তার বাচ্চা মারা যাবার ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে গেলে সবাই অশোভন আচরন করে। মুন্না দাবি করে বলেন,সময় মতো অক্সিজেন এবং এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করলে তার বাচ্চা মারা যেতোনা। তাই এঘটনার সুষ্ঠু বিচার পেতে আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।


অভিযোগ অস্বীকার করে সেভেন স্টার হাসপাতালের পরিচালক এহসানুল হক বলেন,হাসপাতালে চিকিৎসা এবং সেবায় কোন অবহেলা বা ত্রুটি ছিলনা। বাচ্চা ডেলিভেরি করার পর প্রসুতি ও বাচ্চা অসুস্থ হয়ে পরলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। সেখানে তারা নিয়ে যাবার পথে বাচ্চা মারা গেছে।


আত্রাই থানা পুলিশের  ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন,এঘটনায় মঙ্গলবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃনাসির উদ্দিন চঞ্চল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
বুধবার, ১৮ জুন ২০২৫, ১১.৫৪ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৮ জুন ২০২৫, ১১.৫৪ অপরাহ্ন