ঢাকা
খ্রিস্টাব্দ

থানা থেকে লুট হওয়া অস্ত্র মিলল ইটের নিচে একটি ব্যাগের ভেতর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০.২৮ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০.২৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1212632 জন

  • নিউজটি দেখেছেনঃ 1212632 জন
থানা থেকে লুট হওয়া অস্ত্র  মিলল ইটের নিচে একটি ব্যাগের ভেতর
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে দুটি রিভলবারসহ ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার এসব অস্ত্র থানা থেকে লুট হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।


আজ বুধবার পাহাড়তলী থানাধীন কাস্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পশ্চিম পাশ থেকে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধোপপুল ব্রিজের পশ্চিম পাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইটের নিচ থেকে একটি ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি রিভলবার ও ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। ওসি আরো জানান, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল।



থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে।

শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগের দিন (৫ আগস্ট) চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এর পর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০.২৮ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০.২৮ অপরাহ্ন