ঢাকা
খ্রিস্টাব্দ

মাদককাণ্ডে নাম, এবার মুখ খুললেন তিশা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২.০৬ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২.০৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1208064 জন

  • নিউজটি দেখেছেনঃ 1208064 জন
মাদককাণ্ডে নাম, এবার মুখ খুললেন তিশা
অভিনেত্রী তানজিন তিশা।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি মাদক সম্পৃক্ততায় চারজন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অনুসন্ধানে। যেখানে ছিল তিশার নামও। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ব্যাপক আলোচনা-সমালোচনা করেছেন।



তখন বিষয়টি নিয়ে চুপ ছিলেন তিশা। জানাননি কোনো প্রতিক্রিয়া। তবে এবার মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগের বিষয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। সম্প্রতি সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তানজিন তিশা। যেখানে মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, ‘কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই-বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না। মাঝেমধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লিখেন তখন আপনাদের একটা বার মাথায় আসে যে, একজন শিল্পীর এটা পেশা কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে।


যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে তার সমাজ আছে বাবা-মা আছে ভাইবোন আছে।’ এরপর অভিনেত্রী বলেন, ‘আসলে তাদের উপরে কী যায় সেই ব্যাপারটা যদি আমরা একটা বার চিন্তা করি তাহলে আসলে অনেক নেগেটিভ হেডলাইন অনেক নেগেটিভ নিউজ অনেক কিছু না আমরা আসলে আটকাতে পারবো।




তিশা তার বাবাকে উৎসর্গ করে বলেন, ‘তিন বছর আগে আমি বাবাকে হারিয়েছি, এটা এখনো বিশ্বাস করতে খুব কষ্ট হয় তবে এখন এটা শুনে স্বাতি অনুভব করি এটা চিন্তা করে যে বাবা হয়ত এখন বেঁচে থাকলে এ সামাজিক যোগাযোগ মাধ্যমের টক্সিক ব্যাপারগুলো দেখতে হতো। আমি আমার বাবাকে কখনো অ্যাওয়ার্ড উৎসর্গ করিনি। এই অ্যাওয়ার্ড বাবা তোমার জন্য।’ কিছুদিন আগে মাদক সম্পৃক্ততায় ওঠে আসে দেশের শীর্ষস্থানীয় তিন নাট্যাভিনেত্রীর নাম। এরা হলেন তানজিন তিশা, সাফা কবির ও মুমতাহিনা চৌধুরী টয়া। এ তালিকায় আরো রয়েছেন গায়িকা সুনিধি নায়েক।




গণমাধ্যম সূত্রে জানা যায়, তাদের মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে এই বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে বলেও জানা গেছে। এ খবর প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনা-সামলোচনা সৃষ্টি হয় তারকাদের নিয়ে। এর আগে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন তানজিন তিশা। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২.০৬ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২.০৬ পূর্বাহ্ন