ঢাকা
খ্রিস্টাব্দ

১৬ ডিসেম্বর

ইতালির বারি শহরে 'মহান বিজয় দিবস উদযাপন'

"প্রবাসীদের শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসার অঙ্গীকার"
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বারি (ইতালি) সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা অফিস
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ৭.২৭ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ৭.২৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1260013 জন

  • নিউজটি দেখেছেনঃ 1260013 জন
ইতালির বারি শহরে 'মহান বিজয় দিবস উদযাপন'

ইতালি, ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস উপলক্ষে ইতালির বারি শহরের শহীদ মিনারে এক আবেগঘন পরিবেশে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে আত্মোৎসর্গকারী বীরদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 'বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি'-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী'রা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. কাদের, সাধারণ সম্পাদক মো. মোস্তফা এবং আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন নিপুন, মো. মামুন, ও মো. খায়ের। তাঁরা বলেন, “বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুধু একটি দেশ নয়, এটি একটি জাতির মুক্তির সংগ্রামের ইতিহাস, যা প্রবাসেও আমাদের গর্বিত করে।"


দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসেও বিজয়ের ইতিহাস লালন করে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। পুষ্পস্তবক অর্পণের পর আয়োজিত এক টেবিল আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের তাৎপর্য এবং এর চেতনার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।


প্রবাসীদের এমন উদ্যোগ বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেবে বলে মনে করেন আয়োজকরা। অনুষ্ঠানের আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটি দেশপ্রেমের নজির হয়ে থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বারি (ইতালি) সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা অফিস
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ৭.২৭ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ৭.২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ