ঢাকা
খ্রিস্টাব্দ

শহীদ মিনারে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা, অংশ নেবে বিজয় র‍্যালিতে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১.১৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১.১৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1265565 জন

  • নিউজটি দেখেছেনঃ 1265565 জন
শহীদ মিনারে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা, অংশ নেবে বিজয় র‍্যালিতে
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালিতে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন তারা। 


 

সবাই জড়ো হওয়া শেষ হলে শহীদ মিনার থেকে বিজয় র‌্যালিটি শুরু হবে। আগত শিক্ষার্থীদের মুখে ‘একাত্তরের স্বরণে—ভয় করি না মরণে’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ—রাজপথ রাজপথ’, ‘আবু সাইদ মুগ্ধ —শেষ হয়নি যুদ্ধ’, ‘দালালি না আজাজি’— ইত্যাদি স্লোগান শোনা যায়। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা সবাই এলে শুরু হবে এই র‍্যালি।


 

গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের পাঠানো এক বার্তায় বিজয় দিবসের এই কর্মসূচির কথা জানানো হয়।


বার্তায় বলা হয়, ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের ও ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে দিনটি শুরু করবে সংগঠনটি। সকাল ১০টায় বিজয় র‍্যালির জমায়েত শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।



র‍্যালিটি আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে। র‍্যালিতে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সর্বস্তরের ছাত্র নাগরিকরা অংশ নেবেন।



 প্রসঙ্গত, ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের প্রাণের বিনিময়ে এদিনে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছিল লাল সবুজের বাংলাদেশ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১.১৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১.১৪ অপরাহ্ন