ঢাকা
খ্রিস্টাব্দ

ট্রাম্প আবারও টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
আর্ন্তজাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ৯.৫১ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ৯.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1291846 জন

  • নিউজটি দেখেছেনঃ 1291846 জন
ট্রাম্প আবারও  টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’
ছবি : সংগৃহীত

টাইম ম্যাগাজিন আবারও ডোনাল্ড ট্রাম্পকে তাদের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত এ ঘোষণায় ম্যাগাজিনটি জানায়, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাওয়া ট্রাম্প তার ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং রাজনীতিতে নতুন মাত্রা যোগ করার জন্য এ স্বীকৃতি পেয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ম্যাগাজিনের প্রচ্ছদে তার পরিচিত লাল টাই এবং চিন্তামগ্ন ভঙ্গিতে থাকা ছবিটি স্থান পেয়েছে। টাইমের সম্পাদকীয় বোর্ড লিখেছে, ঐতিহাসিক প্রত্যাবর্তনের নেতৃত্ব দেওয়ার জন্য, একটি প্রজন্মে একবার ঘটে যাওয়া রাজনৈতিক পুনর্গঠন চালানোর জন্য এবং আমেরিকার প্রেসিডেন্সিকে নতুনভাবে সংজ্ঞায়িত করার পাশাপাশি বিশ্বের ওপর আমেরিকার ভূমিকা বদলে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের ‘পারসন অব দ্য ইয়ার’।



এর আগে ২০১৬ সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারানোর পর ট্রাম্প প্রথমবার এ খেতাব পেয়েছিলেন। ৫ নভেম্বর নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে আবারও তিনি এ স্বীকৃতি পেলেন।



২০২৪ সালটি ট্রাম্পের জন্য চমকপ্রদ ঘটনা ও বিতর্কে ভরা ছিল। ব্যবসায়িক প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া এবং দুবার হত্যাচেষ্টার শিকার হওয়ার পরও তিনি রিপাবলিকান পার্টির নেতৃত্বে ফিরে আসেন। নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউজে ফিরছেন।



টাইম ম্যাগাজিন এক বিবৃতিতে বলেছে, আমরা এমন এক সময় প্রত্যক্ষ করছি যখন জনগণের কাছে প্রতিষ্ঠানগুলোর ওপর বিশ্বাস সংকুচিত হচ্ছে এবং উদার মূল্যবোধের ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়ছে। ট্রাম্প এই পরিবর্তনের একজন মূল চালক এবং একইসঙ্গে এর সুবিধাভোগী।


২০২৪ সালের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ট্রাম্প। আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর তার প্রভাব আরও ব্যাপক হবে বলে ধারণা করা হচ্ছে।


এবার, তিনি অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে বিতাড়ন এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের অর্থনীতিতে ঝাঁকুনি দিতে পারে এমন শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত রাখা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এরই মধ্যে ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে বিদেশি নেতাদের আপ্যায়ন করে একটি ছায়া প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেছেন।


এবার পারসন অব দ্য ইয়ার লড়াইয়ে হ্যারিস ছাড়াও মনোনীত হয়েছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী অর্থনীতিবিদ ইউলিয়া নাভালনিয়া।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
আর্ন্তজাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ৯.৫১ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ৯.৫১ অপরাহ্ন