ঢাকা
খ্রিস্টাব্দ

লংগদু উপজেলা জামায়াতের আমীর নাছির উদ্দীন ও সেক্রেটারি নুরুল করিম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা
রাঙ্গামাটি
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ৯.৪৬ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ৯.৪৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1297593 জন

  • নিউজটি দেখেছেনঃ 1297593 জন
লংগদু উপজেলা জামায়াতের আমীর নাছির উদ্দীন ও সেক্রেটারি নুরুল করিম
ছবি : সংবাদদাতা প্রেরিত।

আজ মঙ্গলবার বিকাল ৩ঃ০০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। লংগদু উপজেলার নতুন সেশনের জন্য গত ৩ ডিসেম্বর উপজেলার সকল রুকন বা সদস্যদের গোপন ভোটের মাধ্যমে উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ নাছির উদ্দীন এবং অদ্য বৈঠকে সেক্রেটারী মনোনীত  হয়েছেন মোহাম্মাদ নুরুল করিম। 


বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে উপজেলা মজলিশে শুরার এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মনছুরুল হক।


উপজেলা মজলিশে শুরার সাথে আলোচনা ও পরামর্শক্রমে ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষনা করেন লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন। কমিটির বাকি সদস্যরা হলেনঃ এসিসট্যান্ট সেক্রেটারি- তাজ মাহমুদ ও মোঃ শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক- মোঃ আব্দুল জব্বার, ওলামা বিষয়ক সম্পাদক- মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক-খ ম মতিউর রহমান, বায়তুল মাল সম্পাদক- মোঃ ওছমান গনি, স্বাস্থ্য ও মানবাধিকার বিষয়ক সম্পাদক-ডাঃ ছিদ্দিকুর রহমান খোকন, শ্রম বিষয়ক সম্পাদক- মোঃ মঞ্জুরুল হক।


সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  আজ সাধারন মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে। তারা চায় দেশের আগামী দিনের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর তাই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে, দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হলে, জামায়াতে ইসলামীকে নেতৃত্বের আসনে দেখতে চাইলে এ সংগঠনের প্রত্যেক নেতা কর্মীকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে, নিজকে প্রস্তুত করতে হবে। কাঙ্খিত সমাজ ও রাষ্ট্র সংস্কারের কাজে, সামাজিক সেবা বা কাজের মাধ্যমে সাধারণের মাঝে স্থান করে নিতে হবে। আর এটা করতে সক্ষম হলেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে এবং মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবে। সেই কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে লংগদু উপজেলার এই দায়িত্ব পালনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করতে হবে নতুন কমিটিকে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা
রাঙ্গামাটি
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ৯.৪৬ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ৯.৪৬ অপরাহ্ন