ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে সাবেক সাংসদ ফজলে করিমকে শোন অ্যারেস্ট

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ৯.৩২ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ৯.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1310367 জন

  • নিউজটি দেখেছেনঃ 1310367 জন
চট্টগ্রামে সাবেক সাংসদ ফজলে  করিমকে শোন অ্যারেস্ট
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামের রাউজান থানার হত্যা চেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৩ মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে চট্টগ্রামের চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত রাউজানের (চট্টগ্রাম-৬) এই সাাবেক সাংসদকে গ্রেফতার  দেখানোর আদেশ দেন।


এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট ভবনে আনা হয়। আদালতে প্রবেশর মুখে থেকে আদালতে চারপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, রাউজান থানার হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৩ মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। তিনি আরও বলেন, রাউজান থানার আরেকটি মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছিল। মামলার নথি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে থাকায় মামলাটির শুনানি হয়নি।


জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় তাকে। পরে গত ১৯ সেপ্টেম্বর এবিএম ফজলে করিম চৌধুরীকে একটি হেলিকপ্টারে করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয় ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ৯.৩২ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ৯.৩২ অপরাহ্ন