ঢাকা
খ্রিস্টাব্দ

হত্যার কথা স্বীকার, ১৩ জনের নাম বললেন চন্দন দাস

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ৯.৪৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ৯.৪৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1307926 জন

  • নিউজটি দেখেছেনঃ 1307926 জন
হত্যার কথা স্বীকার, ১৩ জনের নাম বললেন চন্দন দাস
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে জবানবন্দি দিয়েছেন।



চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাইফুল হত্যা মামলার ১ নম্বর আসামি চন্দন দাসের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। চন্দন হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলত জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় নিজে জড়িত ছিলেন বলে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন চন্দন দাস। এ ছাড়া এই হত্যাকাণ্ডের ঘটনায় আরো ১২-১৩ জন জড়িত আছে বলে জবানবন্দিতে জানিয়েছেন তিনি।



ওসি আরো জানান, চন্দর দাসের দেওয়া নামের মধ্যে দুজন হত্যা মামলায় গ্রেপ্তার আছে। এই ঘটনায় হওয়া ৬ মামলায় মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


তিনি বলেন, জবানবন্দির কপি হাতে পেলে মিলিয়ে দেখা হবে এর মধ্যে কতজন আছে। কেউ থাকলে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।



মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ৯.৪৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ৯.৪৬ অপরাহ্ন