ঢাকা
খ্রিস্টাব্দ

নতুন ফ্ল্যাট কিনলেন অভিষেক, ঐশ্বরিয়ার সঙ্গে বাঁধছেন নতুন ঘর?

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1739786 জন

  • নিউজটি দেখেছেনঃ 1739786 জন
নতুন ফ্ল্যাট কিনলেন অভিষেক, ঐশ্বরিয়ার সঙ্গে বাঁধছেন নতুন ঘর?
ছবি : সংগৃহীত

গত বেশ কিছুদিন ধরে বিটাউনে ভেসে বেড়াচ্ছে ভেঙে যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সংসার। বলিউডের এই হেভিওয়েট তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের খবরকে ঘিরে তোলপাড় চলছে বলিউডে।

এখন নতুন গুঞ্জন, ঐশ্বরিয়া আর মেয়ে আরাধ্যাকে নিয়ে নতুন সংসার পাততে চলেছেন অভিষেক। বচ্চন পরিবার থেকে আলাদা হতে চলেছেন তিনি।



বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই মুম্বাইয়ে একটি স্টাইলিশ অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিষেক। এমন খবরের পর নেটিজেনরা মনে করছেন জীবনের নতুন অধ্যায় শুরু করতেই অ্যাপার্টমেন্ট কিনেছেন জুনিয়র বচ্চন।

Not happy with any of my performances': Abhishek Bachchan - The Week



ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী অভিষেকের নতুন অ্যাপার্টমেন্টটি বচ্চন পরিবারের বাসভবন জলসার কাছাকাছি অবস্থিত।

এই অ্যাপার্টমেন্ট থেকে সমুদ্র সৈকতের দারুণ ভিউ পাওয়া যায়।

৪৮৯৪ বর্গফুটের এই অ্যাপার্টমেন্টের জন্য অভিষেকের খরচ হয়েছে ১৫ কোটি রুপির বেশি।





অভিষেকের অ্যাপার্টমেন্ট কেনার খবর ছড়ানোর পর প্রশ্ন উঠছে, কেন বিচ্ছেদের জল্পনার মধ্যে নতুন বাড়ি কিনলেন অভিষেক?

তিনি কি ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে এই বাড়িতেই নতুন করে সংসার গোছাতে চলেছেন? শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বিবাদের কারণেই বচ্চন বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া।

তবে নতুন বাড়িতে কবে উঠছেন কিংবা স্ত্রী-সন্তান নিয়ে উঠছেন কিনা এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিষেক।

Abhishek Bachchan | Abhishek Bachchan surprises aishwarya rai bachchan amid  their divorce rumours dgtl - Anandabazar


অভিষেক ও ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা হলেও এখনো এই বিষয়ে কোনো কথাই বলেনি বচ্চন পরিবার।

তাই অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কের বিষয়ে জল্পনাতেই আটকে আছে।

গত জুলাইয়ে ঐশ্বরিয়া একটি রেড কার্পেট ইভেন্টে একা অংশগ্রহণ করার পর বিচ্ছেদ গুঞ্জন আরও বেড়ে যায়। 

Aishwarya Rai and Abhishek Bachchan for the premiere of Sachin: A Billion  Dreams : r/BollywoodFashion


সম্প্রতি দুবাই বিমানবন্দরে অ্যাশের আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। তাই তাদের বিবাহবিচ্ছেদের খবর আরও জোরদার হয়ে ওঠে।

শুধু তাই নয়, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের নানা অনুষ্ঠানেও মেয়েকে নিয়ে রেড কার্পেটে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রাইকে। আলাদাভাবে অনুষ্ঠানে গিয়েছিল বচ্চন পরিবার।

পরে অভিষেক বলেছিলেন, তাদের বিবাহবিচ্ছেদের খবর গুঞ্জনমাত্র।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন