ঢাকা
খ্রিস্টাব্দ

তৃতীয় দিন শেষে ৩৫৬ রানে পিছিয়ে বাংলাদেশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1762494 জন

  • নিউজটি দেখেছেনঃ 1762494 জন
তৃতীয় দিন শেষে ৩৫৬ রানে পিছিয়ে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

মাঠে আলো স্বল্পতার কারণে চেন্নাই টেস্টের পুরো সময়টা খেলা যায়নি। একদিক থেকে আলো কমে আসা টাইগারদের জন্য আশীর্বাদ হয়েই এসেছে। প্রথম ইনিংসে সুবিধা করতে না পারা টাইগারর ব্যাটাররা নিজেদের দ্বিতীয় ইনিংসেও নড়বড়ে। 


দিন শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ৩৫৭। হাতে আছে আরও দুই দিন এবং ৬ উইকেট। শান্ত ৫১ রানে ও সাকিব ৫ রানে অপরাজিত আছেন। 


এর আগে ভারতের দেয়া ৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শুরু করেন সাদমান ও জাকির। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে চা বিরতির আগে ১৩ ওভারে জাকির-সাদমান মিলে স্কোরবোর্ডে তুলে ফেলেন ৫৬ রান। ভারতের মাটিতে প্রথমবারের মতো ওপেনিং জুটিতে পঞ্চাশোর্ধ্ব রান করল বাংলাদেশ দল। এ ছাড়া সব মিলিয়ে ওপেনিং জুটিতে এটি তৃতীয় পঞ্চাশোর্ধ্ব জুটি।

কিন্তু ইনিংসের ১৭তম ওভারে দলীয় ৬২ রানে জাসপ্রিত বুমরাহর শিকার হন জাকির হাসান (৩৩)। 


এর আগে তৃতীয় দিনের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হন ভারতের দুই ব্যাটার রিশভ পান্ত এবং শুভমান গিল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য করে আউট হওয়ার পরের ইনিংসে ১০০ করেছেন গিল। আর পান্তের সেঞ্চুরি এসেছে দেড় বছরের বিরতি দিয়ে ফিরে আসার প্রথম ম্যাচেই।


শেষ পর্যন্ত ভারত ইনিংস ডিক্লেয়ার করে ২৮৭ রানে। তাতেই বাংলাদেশের সামনে টার্গেট হয় ৫১৫ রান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ