ঢাকা
খ্রিস্টাব্দ

শাহবাগে ‘লং মার্চ টু ঢাকা’

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ২.২৩ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ২.২৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 217103 জন

  • নিউজটি দেখেছেনঃ 217103 জন
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় থেকে প্রধান উপদেষ্টা’র সরকারি বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা পিছু হটে ঘটনাস্থল ত্যাগ করে।


এর আগে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনে অংশ নেয় হাজারো ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থী। তারা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন। স্লোগানগুলোর মধ্যে ছিল—

‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’,

‘কোটা না মেধায়, মেধায় মেধায়’,

‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’,

‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’,

‘কোটার নামে অবিচার, বন্ধ করো’,

‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।


আন্দোলনকারীরা জানান, তারা তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করছেন। দাবিগুলো হলো—

১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ পদবী ব্যবহার বন্ধ,

২. ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া,

৩. দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার নিশ্চিত করা।


শিক্ষার্থীদের দাবি, কোটার নামে মেধাবীদের সঙ্গে অবিচার করা হচ্ছে। তারা বলেন, প্রকৌশল শিক্ষার মান বজায় রাখতে এবং প্রকৌশল পেশার মর্যাদা রক্ষায় এই দাবিগুলোর বাস্তবায়ন জরুরি।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ২.২৩ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ২.২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ