প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীকে পাঠানোর ব্যাপারে সরকারের ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। তিনি বলেন, শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে একটি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার পুনরায় চালু করা, কর্মীদের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং বেতন বৃদ্ধির বিষয়ে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ১৮ হাজার কর্মীর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের নিয়ে কাজ করার আশ্বাস পাওয়া গেছে।
তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বিমানবন্দরে আলাদা টার্মিনাল তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে, যেখানে শ্রমিকদের জন্য অ্যাটেন্ডেন্টের ব্যবস্থা থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানও উপস্থিত ছিলেন।