ঢাকা
খ্রিস্টাব্দ

ঘাটাইলে ধান ক্ষেতে পড়ে ছিল কিশোরের মরদেহ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1752913 জন

  • নিউজটি দেখেছেনঃ 1752913 জন
ঘাটাইলে ধান ক্ষেতে পড়ে ছিল কিশোরের মরদেহ
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে ধান ক্ষেতের আইলের পাশ থেকে শামীম (১৪) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাইতকাই গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম।


পুলিশ নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কাইতকাই গ্রামে আখতারের বাড়ির আঙ্গিনার পাশে ধান ক্ষেতের আইলের পাশে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।



তারা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, মরদেহটি পার্শ্ববর্তী ভানীকাত্রা গ্রামের ভ্যানচালক আব্দুল করিমের ছেলে শামীমের। খবর পেয়ে শামীমের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করে। সে উপজেলার ঝড়কা বাজারের একটি মুরগির দোকানে কাজ করত।



মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।

ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ