ঢাকা
খ্রিস্টাব্দ

বন্ধু সুয়ারেজের অবসরের পর মেসির আবেগঘন বার্তা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1774941 জন

  • নিউজটি দেখেছেনঃ 1774941 জন
বন্ধু সুয়ারেজের অবসরের পর মেসির আবেগঘন বার্তা
ছবি : সংগৃহীত

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ। দীর্ঘ সময় ধরে জাতীয় দলে উজ্জ্বল পারফরম্যান্সের মাধ্যমে তিনি নিজেকে আন্তর্জাতিক ফুটবলে একজন অবিস্মরণীয় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সুয়ারেজের অবসরের খবরে ফুটবলভক্তরা আবেগে ভাসেন। সেই আবেগে যোগ দেন তার প্রিয় বন্ধু এবং ইন্টার মিয়ামি সতীর্থ লিওনেল মেসিও।



আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী সময়ের অন্যতম সেরা এই ফুটবল তারকা সুয়ারেজকে ঘিরে একটি আবেগময় বার্তা ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি লিখেন, ‘তুমি অতুলনীয়, মাঠের ভেতরেও, মাঠের বাইরেও!!! আমি তোমাকে খুব ভালোবাসি।’

বন্ধু সুয়ারেজের অবসরের পর মেসির আবেগঘন বার্তা


মেসি ও সুয়ারেজের বন্ধুত্বের শুরু বার্সেলোনার দিনগুলো থেকে। ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত বার্সেলোনার হয়ে তারা একসঙ্গে খেলেছেন এবং ক্লাবের জন্য বহু সাফল্য এনে দিয়েছেন। বার্সেলোনার হয়ে তাদের যুগলবন্দি ফুটবল বিশ্বের সবচেয়ে সফল আক্রমণভাগগুলোর একটি হিসেবে পরিচিত ছিল। তাদের বন্ধুত্ব শুধুমাত্র মাঠেই সীমাবদ্ধ থাকেনি; মাঠের বাইরে ব্যক্তিগত জীবনেও মেসি ও সুয়ারেজ ছিলেন ঘনিষ্ঠ বন্ধু।



এখন, ইন্টার মিয়ামিতে পুনরায় একসঙ্গে খেলছেন তারা। যদিও সুয়ারেজ আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও, মেজর লিগ সকারে মেসির সঙ্গে খেলা চালিয়ে যাবেন। মেসির বার্তায় স্পষ্টতই ফুটে উঠেছে তাদের বন্ধুত্বের গভীরতা এবং সুয়ারেজের প্রতি মেসির ভালবাসা ও শ্রদ্ধা। এই দুই তারকার বন্ধুত্ব এবং মাঠে তাদের পারফরম্যান্স আজও ফুটবল সমর্থকদের মনে গভীরভাবে দাগ কেটে রেখেছে।


সুয়ারেজের অবসর আন্তর্জাতিক ফুটবলের জন্য একটি বড় ক্ষতি হলেও, তার ফুটবল যাত্রা এখনও ইন্টার মিয়ামিতে অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ