ঢাকা
খ্রিস্টাব্দ

বছরের প্রথম দিনে হচ্ছে না বই উৎসব : গণশিক্ষা উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০.৪৬ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০.৪৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1307903 জন

  • নিউজটি দেখেছেনঃ 1307903 জন
বছরের প্রথম দিনে হচ্ছে না বই উৎসব  : গণশিক্ষা উপদেষ্টা
ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, ২০২৫ সালের ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না। তবে জানুয়ারি মাসের মধ্যে সব পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। গতকাল রবিবার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিধান রঞ্জন রায় বলেন, প্রতিটি শ্রেণির বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে।


সেজন্য শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কিছুটা বিলম্ব হবে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে, যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে। এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনেরও কথা জানান। বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক হোসাইন শওকত। সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক কিংবা তার প্রতিনিধি এবং বিভাগীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০.৪৬ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০.৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ