ঢাকা
খ্রিস্টাব্দ

ম্যাচ পণ্ড হলেও যে কারণে ফাইনালে উঠবে ভারত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1840684 জন

  • নিউজটি দেখেছেনঃ 1840684 জন
ম্যাচ পণ্ড হলেও যে কারণে ফাইনালে উঠবে ভারত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গায়ানায় মুখোমুখি হচ্ছে ভারত–ইংল্যান্ড। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। এরইমধ্যে ম্যাচ নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। বৃষ্টিতে ভেসে যেতে পারে দ্বিতীয় সেমিফাইনাল!


বৃহস্পতিবার (২৭ চুন) গায়নার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচ শুরু হওয়ার কথা ।



আবহাওয়ার পূর্ভাবাস বলছে, ভারত–ইংল্যান্ড সেমিফাইনালে বৃষ্টি বাগড়া দিতে পারে। খেলার সময় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ।

এবারের বিশ্বকাপে প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালে তা রাখেনি আইসিসি। দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টি বাগড়া দিলেও খেলা আয়োজনের জন্য যতটা সম্ভব ব্যবস্থা রেখেছে আইসিসি।



 এর অংশ হিসেবে ২৫০ মিনিট বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ নির্ধারিত সময়ে খেলা শুরু করা না গেলে ৪ ঘণ্টা ১০ মিনিট সময় নষ্টের জন্য কোনো ওভার কমানো হবে না। এরপরও যদি খেলা শুরু করা না যায়, সে ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় ম্যাচের দৈর্ঘ্য কমতে থাকবে। তবে এ ক্ষেত্রে দুই দলকেই কমপক্ষে ১০ ওভার করে খেলানো হবে, যা গ্রুপ পর্বে মাত্র ৫ ওভার ছিল।


 

আর দুই দলেরই ১০ ওভার করেও যদি খেলা আয়োজন করা সম্ভব না হয়, তাহলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে উঠবে ভারত। কারণ, সুপার এইট পর্বে ইংল্যান্ডের চেয়ে (৩ ম্যাচে ৪ পয়েন্ট) ভারতের পয়েন্টই (৩ ম্যাচে ৬) বেশি ছিল। এটাই টুর্নামেন্টের নিয়ম।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন