ঢাকা
খ্রিস্টাব্দ

সমুদ্রে হাঙরের আক্রমণে হলিউড অভিনেতার মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1864000 জন

  • নিউজটি দেখেছেনঃ 1864000 জন
সমুদ্রে হাঙরের আক্রমণে হলিউড অভিনেতার মৃত্যু
ছবি : সংগৃহীত


‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত জনপ্রিয় অভিনেতা তামায়ো পেরি হাঙরের আক্রমণে মারা গেছেন। রবিবার (২৩ জুন) বিকেলে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪৯ বছর।

বিবিসি প্রতিবেদন অনুসারে, হাওয়াইয়ে সার্ফিং করার সময় হাঙরের আক্রমণে মৃত্যু হয়েছে তামায়ো পেরির।


দুর্ঘটনার পর স্থানীয় সময় অনুযায়ী প্রায় দেড়টার দিকে মালেকাহানা সমুদ্রসৈকতে জরুরি পরিষেবাগুলো ডাকা হয়। অভিনেতা তামায়ো পেরি নিজেও একজন লাইফগার্ড ছিলেন। জেট স্কির মাধ্যমে তীরে আনার পর প্যারামেডিকরা মৃত ঘোষণা করেন অভিনেতাকে।


পেশায় অভিনেতা হলেও দশ বছরেরও বেশি সময় ধরে পেশাদারভাবে সার্ফিং করছিলেন তিনি।


একটি সার্ফিং সংগঠনের প্রশিক্ষকও ছিলেন। তবে অভিনয় জগতে জনপ্রিয়তা তাকে সিনেপর্দায় ব্যস্ত রাখে। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : অন স্ট্রেঞ্জার টাইডস’, পাইরেটস ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমায় একজন বুকানিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তামায়ো পেরি । এতে জনি ডেপসহ আরো অভিনয় করেছিলেন পেনেলোপ ক্রুজ ও জিওফ্রে রাশের মতো তারকারা।

সেখান থেকেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
ক্যারিয়ারে ‘লস্ট’, ‘ব্লু ক্রাশ’, ‘চার্লি’স অ্যাঞ্জেলস ২’, ‘হাওয়াই ফাইভ-০’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে দেখা গেছে তামায়ো পেরিকে। এ ছাড়া কোমল পানীয় কোকা-কোলার একটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাকে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ